নাটোর: নাটোরের সিংড়া উপজেলা কুষাবাড়ি গ্রামের রহিমা বেওয়া। ১০ বছর আগে তার স্বামী হুসেন প্রামাণিক মারা যান। এরপর থেকেই তার ৭ ছেলে-মেয়ের পরিবারের সঙ্গে জীবন-যাপন করতে থাকেন তিনি।
সম্প্রতি মেজ ছেলে বেল্লাল হোসেন একটু বেশি আদরের হওয়ায় তাকে জমি-জমা ও ঘর-বাড়ি লিখে দেন। শুক্রবার সকাল ৭টায় ছেলের কাছে টাকা চাইলে মায়ের মুখে লাথি মেরে ফেলে দেন ছেলে বেল্লাল হোসেন। গ্রাম্য প্রধানদের সামনেই করা হয় মারপিট।
এদিকে থানার সামনে মাটিতে বসে একজন ষাটোর্ধ্ব বৃদ্ধা মহিলাকে কাঁদতে দেখে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় বিষয়টি সিংড়া থানার ওসি মনিরুল ইসলামকে অবগত করা হয়। এরপর বৃদ্ধার ছেলে বেল্লালকে থানায় ডেকে তার মাকে হাতে তুলে দেন ও মায়ের সব দায়িত্ব বুঝিয়ে দেন ওসি।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, কোন ছেলে তার মায়ের মুখে লাথি মেরে ফেলে দিতে পারে! এটা অমানবিক বিষয়। ছেলে বেল্লাল হোসেনকে আটক করে থানায় এনে তার মাকে হাতে তুলে দিয়েছি, তিনি তার মায়ের সব দায়িত্ব সঠিকভাবে পালন করবেন বলে অঙ্গিকার করেছেন।