বুধবার, ১৭ জুলাই, ২০১৯, ০৮:১৮:২৬

এসএসসির পর এবার একসঙ্গে এইচএসসিও পাশ করলেন মা-মেয়ে

এসএসসির পর এবার একসঙ্গে এইচএসসিও পাশ করলেন মা-মেয়ে

নাটোর থেকে : ছোট বেলা থেকে লেখাপড়া করার প্রবল ইচ্ছা থাকলেও ইচ্ছা পূরনের আগেই বিয়ের পিঁড়িতে বসতে হয়েছিল মাসুমা খাতুনের। তবে বিয়ের পরেও থেমে থাকেননি তিনি। 

লেখাপড়া করার অদম্য ইচ্ছা শক্তির কারনেই বিয়ের ২২ বছর পর মেয়ের সঙ্গে এইচএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন। মাসুমা নাটোরের বাগাতিপাড়া উপজেলা সদরের আব্দুল মজিদের স্ত্রী।

শুধু এইচএসসি নয় দুই বছর আগে মেয়ের সঙ্গে এসএসসি পরীক্ষাতেও উত্তীর্ণ হন মাসুমা। ১৯৯৭ সালে এসএসসি দেওয়ার কথা ছিল তার কিন্তু পরীক্ষার আগেই অভিভাবকেরা তার বিয়ে দিয়ে দেন এরপর ২০১৭ সালে এসএসসি পাস করেন মাসুমা।
 
কিন্তু এসএসসি পাস করার পর আরও পড়াশোনা করার ইচ্ছা জাগে তার পড়াশোনা করার তীব্র সে আকাঙ্ক্ষা থেকেই এইচএসসি পরীক্ষায় বসেছিলেন তিনি মাসুমার কষ্ট বৃথা যায়নি আজ বুধবার ঘোষিত ফলাফলে তিনি ও তাঁর মেয়ে দুজনেই উত্তীর্ণ হয়েছেন।

দুই বছর পরিশ্রমের পর মেয়ে জান্নাতুল ফেরদৌস জিপিএ-৫ পেয়েছেন আর মা মাসুমা জিপিএ-৪.১৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন মা ও মেয়ের একসঙ্গে পাস করার খবর শুনে তাদের অভিনন্দন জানিয়েছেন কলেজের সহপাঠী শিক্ষক এবং প্রতিবেশীরাও।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে