নাটোর: নাটোরের সিংড়া উপজেলায় রেশমি খাতুন (১৮) নামে এক কলেজছাত্রীকে ধ'র্ষণের পর শ্বা'সরো'ধে হ'ত্যা করেছে আপন চাচা। রোববার বেলা ২টার দিকে সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের দেওগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত চাচা শাহাদত হোসেনকে (৩০) আ'টক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। কলেজছাত্রী রেশমি খাতুন স্থানীয় বামিহাল অনার্স কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের ছাত্রী এবং দেওগাছা গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার পাকুরিয়া গ্রামে রেশমি খাতুনের দাদা মসলেম উদ্দিন মা'রা যান। রেশমির বাবা-মা দাদার জানা'জায় যান। এ সময় রেশমি খাতুন বাড়ি একাই ছিল। এ সুযোগে চাচা শাহাদত হোসেন বাবার জা'নাজায় না গিয়ে ভাতিজি রেশমি খাতুনকে ধ'র্ষণ শেষে শ্বা'সরো'ধে হ'ত্যা করে। পরে এলাকাবাসী শাহাদত হোসেনকে আ'টক করে পুলিশ খবর দেয়। পুলিশ গিয়ে ম'রদেহ উ'দ্ধার করে ময়'নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল ম'র্গে পাঠায়। সেই সঙ্গে শাহাদত হোসেনকে আ'টক করে পুলিশ। আ'টক শাহাদত ওই গ্রামের মৃ'ত মসলেম উদ্দিনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, রেশমি খাতুনকে ধ'র্ষণের পর শ্বা'সরো'ধ করে হ'ত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরবর্তীতে ত'দন্ত করে ঘটনার র'হস্য বের করা হবে।