নাটোর থেকে : হেলমেট ব্যবহার না করায় জাতীয় দলের ক্রিকেটার তাইজুল ইসলামকে ২০০ টাকা জরিমানা করেছে নাটোরের নলডাঙ্গা থানা পুলিশ।
নলডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম জানান, বুধবার বিকেলে নলডাঙ্গা থানার মোড়ে পুলিশের চেকপোস্ট চলছিল। এ সময় ক্রিকেটার তাইজুল ইসলাম মোটরসাইকেল নিয়ে নাটোর শহর থেকে নলডাঙ্গা বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় ক্রিকেটার তাইজুল ইসলাম হেলমেট না পরার কারণে তাকে ২০০ টাকা জরিমানা করা হয়।
তাইজুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের জানান, হেলমেট বাড়িতে রেখে বিকেলে ঘুরতে বেরিয়েছিলেন। এই অবস্থায় চেকপোস্টে পৌঁছালে তাকে ২০০ টাকা জরিমানা করা হয়।