নাটোর: একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে ২৫ হাজার গাছের চারা রোপণ করে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকালে উপজেলার বনপাড়া সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজ মাঠে চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ।উদ্বোধনের পর উপজেলার সবকটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চারা সংগ্রহ করে নিজেদের বাড়িতে রোপণ করে।
এ নিয়ে গত তিন বছরে বড়াইগ্রামের শিক্ষার্থীরা দেড় লাখ গাছের চারা রোপণ করল। ২০১৭ সালে ৮০ হাজার এবং গত বছর ৪৫ হাজার গাছের চারা রোপণ করেছে এই উপজেলার শিক্ষার্থীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ বলেন, দুই বছর আগে এখানকার শিক্ষার্থীরা অক্সিজেন উৎপাদনের এই আন্দোলনে অংশ নিয়েছে। যা এবারও অব্যাহত রেখেছে তারা। টিফিনে না খেয়ে এখানকার শিক্ষার্থীরা গাছের চারা কিনে বিরল দৃষ্টান্ত রেখে চলেছে।