রাজশাহী: রাজশাহীর বাগমারার নিজ বাড়ি থেকে কলেজছাত্রী তামান্না টিয়াকে তু'লে নিয়ে যাওয়ার পর নাটোরের নলডাঙ্গা উপজেলার একটি আম বাগান থেকে তার ঝুল'ন্ত ম'রদেহ উদ্ধার করেছে পুলিশ।
তামান্না বাগমারা উপজেলার সমসপাড়া গ্রামের আব্দুর রশিদের মেয়ে এবং পুঠিয়ার সাধনপুর কলেজের এইচএসসির ছাত্রী।
নাটোরের নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন জানান, শুক্রবার রাতে রাজশাহীর পুঠিয়া উপজেলার শীলমাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুলের ভাগিনা শান্ত বিয়ের কথা বলে জো'র করে তামান্নাকে তু'লে নিয়ে আসে।
শনিবার সকালে নাটোরের নলডাঙ্গা উপজেলার পীরগাছা এলাকার একটি আম বাগানে গাছের ডালে একটি মেয়ের ম'রদেহ ঝু'লতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে ম'রদেহ উদ্ধার করে। এদিকে খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তামান্নার ম'রদেহ শনা'ক্ত করে।
পুলিশ সুপার লিটন কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান ওসি। খবর-ইউএনবি’র