বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯, ০১:২২:৩২

একদিনের ব্যবধানে অর্ধেকে নেমে এলো পেঁয়াজের দাম

একদিনের ব্যবধানে অর্ধেকে নেমে এলো পেঁয়াজের দাম

নাটোর থেকে : নাটোরের বাজারে উঠতে শুরু করেছে নতুন পেঁয়াজ। এ অবস্থায় একদিনের ব্যবধানে অর্ধেকে নেমে এলো পেঁয়াজের দাম। স্থানীয়ভাবে উৎপাদিত পেঁয়াজ বাজারে আসায় কমেছে দাম। তবে এখনো পুরোনো পেঁয়াজ আগের দামেই বিক্রি করছেন ব্যবসায়ীরা।

গতকাল বুধবার সকালে নাটোরের বাজারে প্রথম আসে নতুন দেশি পেঁয়াজ। শহরের স্টেশন বাজারে প্রথমে নতুন পেঁয়াজ ১০০ টাকা কেজিতে বিক্রি শুরু হয়। দুপুরে দাম কমে ৮০ টাকা কেজিতে বিক্রি হয় নতুন পেঁয়াজ।

নাজমা বেগম নামে এক ক্রেতা জানান, মঙ্গলবার তিনি ২১০ টাকা কেজিতে পেঁয়াজ কিনেছেন। বুধবার দাম কম দেখে ৮০ টাকায় নতুন এক কেজি পেঁয়াজ কিনেছেন।

স্থানীয় পেঁয়াজ ব্যবসায়ী লিয়াকত আলী বলেন, বাজারে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। সপ্তাহ খানেকের মধ্যে পেঁয়াজের দাম স্বাভাবিক হবে।

পেঁয়াজ ব্যবসায়ী আবদুল ওয়াহাব বলেন, অসময়ের বৃষ্টিতে নাটোরের লালপুরসহ স্থানীয় বেশ কয়েকটি এলাকায় পেঁয়াজ নষ্ট হয়ে যায়। পানি নামার পর সেসব জমিতে নতুন করে পেঁয়াজ লাগানো হয়েছে সপ্তাহ দুয়েক পর বাজারে আসবে সেগুলো। নতুন পেঁয়াজ বাজারে পুরোপুরি এলে দাম স্বাভাবিক হয়ে যাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে