বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০, ০৯:২১:১৫

অবাধ্য ছেলেকে মায়ের পা ধরে মাফ চাওয়ালেন এসপি

অবাধ্য ছেলেকে মায়ের পা ধরে মাফ চাওয়ালেন এসপি

নিউজ ডেস্ক : নাটোর সদর উপজেলার ঋষী নওগাঁ গ্রামের আবুল কাশেম ও তার স্ত্রী ফুলিনেছা। দুইজনই বৃদ্ধ হওয়ায় তিন ছেলের কাছে অবহেলিত। তিন সন্তানের মধ্যে সবচেয়ে অবাধ্য বড় ছেলে জাকির হোসেন। জাকির হোসেনের দ্বারা তার পিতা-মাতা সবচেয়ে বেশী অবহেলার শি'কার হন।

জাকির তার মা ফুলিনেছাকে প্রতিনিয়ত মা'রপি'টও করতেন। তাই অবাধ্য সন্তানকে মায়ের পা ধরে মাফ চাওয়ালেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা। পাশাপাশি সন্তানকে শেষ বারের মতো সতর্ক করেছেন পুলিশ সুপার।

২৬ ফেব্রুয়ারি, বুধবার দুপুরেও জাকির তার মাকে মা'রপি'ট করেন। নির্যাতিত মা ফুলিনেছা অ'ভিযোগ দিতে আসেন পুলিশ সুপার লিটন কুমার সাহার কাছে।
মায়ের অভিযোগের প্রেক্ষিতে বিকেলে পুলিশ জাকিরকে আট'ক করে পুলিশ সুপারের কাছে আনে। পুলিশ সুপার জাকিরকে তার মায়ের পা ধরে ক্ষমা প্রার্থনা করান।

সুপার লিটন কুমার সাহা জানান, জাকির তার পিতা-মাতাকে অবহেলার পাশাপাশি মাকে প্রতিনিয়ত মারতেন। আজও মাকে মা'রপি'ট করেন।

লিটন কুমার বলেন, জাকির আজও মা'রপি'ট কারার বিষয়টি স্বীকার করলে তার মায়ের পা ধরে ক্ষমা চাওয়ান। পাশাপাশি মা কে নি'র্যা'তন না করা ও পিতা-মাতাকে অবহেলা না করার অঙ্গীকার করেছে জাকির। জাকির পুনরায় এই ধরনের ঘটনা ঘটালে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান পুলিশ সুপার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে