নাটোর: নাটোরের নলডাঙ্গা বাজারে পেঁ'য়াজের দাম ক'মেছে। এক সপ্তাহ আগে কেজিপ্রতি ৭০ থেকে ৮০ টাকা দ'রে বি'ক্রি হওয়া পেঁ'য়াজ এখন ৪০ টাকা কেজি দ'রে বিক্রি হচ্ছে।
ভারত পেঁ'য়াজ রফ'তানির ঘোষণা দেয়ার পরপরই বাজারে পেঁ'য়াজের দাম কমতে শুরু করেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। শনিবার (২৯ জানুয়ারি) নলডাঙ্গা হাটে প্রতিকেজি পেঁ'য়াজ বিক্রি হয়েছে ৩৫ থেকে ৪০ টাকায়।
স্থানীয় সূত্র জানায়, শনিবার নলডাঙ্গা হাটে পেঁ'য়াজ পাইকারি প্রতিকেজি বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা আর খুচরা ৩৫ থেকে ৪০ টাকা দরে। গত মঙ্গলবার হাটে প্রতিকেজি পেঁ'য়াজ খুচরা বিক্রি হয়েছিল ৭০-৮০ টাকায়।
পেঁ'য়াজ বিক্রেতারা জানান, ভারত থেকে আমদানির সিদ্ধান্তে পেঁ'য়াজের দাম সর্বোচ্চ ১৫ থেকে ২০ টাকা ক'মতে পারে বলে ধারণা ছিল তাদের। কিন্তু দাম এতটা পড়ে যাবে ভাবেননি তারা।