নাটোর: নাটোরের সিংড়ার চলনবিলের কাঁদা-পানিতে নে'মে আখের আলী নামের এক কৃষকের ধান কেটে দিলেন ত'থ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।শনিবার দুপুরে ডিসি অফিসে এক জ'রুরি সভায় যাবার পথে রামানন্দ খাজুরিয়া ইউনিয়নের কৈগ্রাম এলাকায় শ্রমিকদের ধান কা'টা দেখে গাড়ী থেকে নেমে ওই কৃষকের ধান কে'টে দেন তিনি।
এর আগে শিলা-বৃষ্টিতে ক্ষ'তিগ্র'স্ত স্থানীয় কৃষকদের প্রণোদনা প্রদান করেন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী পলক বলেন, আমি এই চলনবিলের কৃষকের সন্তান, মাটি ও মানুষের সন্তান। চলনবিলের কৃষকের বি'পদে পাশে আছি এবং থাকব।