নাটোর থেকে : বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশকে দু'র্ভিক্ষের হাত থেকে বাঁচাতে দেশের প্রান্তিক মানুষের তালিকা করে ত্রাণ বিতরণের দায়িত্ব সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ন্যস্ত করুন। এতে হ'তদরিদ্র, বেকার শ্রমিকারা উপকৃত হবে এবং জনগণের মধ্যে স্বস্তি আসবে।
আজ মঙ্গলবার সকালে নাটোরের সিংড়ায় জাতীয়তাবাদী মুক্তিযু'দ্ধের প্রজন্মের সাধারণ সম্পাদক ও সিংড়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এড. ইউসুফ আলীর ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। সিংড়া পৌর শহরের ১,২ ও ৩ নং ওয়ার্ডে করোনাভাইরাসে ঘরে থাকা অসহায় ১৫০ টি পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, ছোলা, পেঁয়াজ ও শুকনো খাবার।
এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সাধারণ সম্পাদক এড. ইউসুফ আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন সাখা, মহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল-কাফি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিরাদুল ইসলাম হিরা, বিএনপি নেতা ইব্রাহিম খলিল ফটিক, প্রমুখ।
এসময় দুলু আরও বলেন, করোনার মতো এতো বড় মহামা'রির মধ্যেও ক্ষমতাসীন দলের দুর্নী'তিবা'জরা ত্রাণ ও স্বল্পমূল্যের চাল আত্ম'সাৎ করছে। ত্রাণ নিয়ে দুর্নী'তি না করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দে'শ থাকলেও এই করোনা পরি'স্থিতিতেও থেমে নেই ত্রাণের চাল চু'রি। চাল চু'রির ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিরাই বেশি জড়িত। অবিলম্বে ত্রাণের চাল বিতরণের দায়িত্ব সেনাবাহিনী, আইনশৃ'ঙ্খলা বাহিনীকে দিয়ে দ্রুততার সাথে ত্রাণের চাল বিতরণ করুন।