বুধবার, ০১ জুলাই, ২০২০, ১০:০৮:০২

কলেজে ভর্তির ১০ হাজার টাকা করোনা তহবিলে দিলো শিক্ষার্থী আল আমীন

কলেজে ভর্তির ১০ হাজার টাকা করোনা তহবিলে দিলো শিক্ষার্থী আল আমীন

নাটোর থেকে : দিনমুজুরের সন্তান হয়েও নাটোরের বাগাতিপাড়ায় কলেজে ভর্তির জন্য শিক্ষাবৃত্তি ও টিউশনির ১০ হাজার টাকা করোনা তহবিলে দিল আল আমীন নামের এক শিক্ষার্থী। করোনা ভাইরাসের কারনে সৃষ্ট দূর্যো'গে অসহায় মানুষের সহায়তার জন্য সে ওই টাকা দান করেছে। 

গতকাল মঙ্গলবার (৩০ জুন) বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দেবীর হাতে ওই টাকা তুলে দেয় আল আমীন। সে উপজেলার চকতকিনগর গ্রামের মোজাম্মেল হকের ছেলে। আল আমীন জানায়, সে এবারের এসএসসি পরীক্ষায় চকগোয়াশ বেগুনিয়া উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪ দশমিক ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

এছাড়াও আল আমীন মাত্র তিন দিনে পবিত্র কুরআন শরীফ খতম দিতে পারে। সে জানায়, তার বাবা একজন দিনমুজুর। তাই বিভিন্ন শ্রেণীতে পাওয়া শিক্ষা উপবৃত্তির এবং টিউশনি করে জমিয়েছিল ১০ হাজার টাকা। ওই টাকা দিয়ে ভাল কলেজে ভর্তি এবং পরের শ্রেনীর পড়ালেখার খরচ চালাতে চেয়েছিল সে। কিন্তু করোনা ভাইরাসের কারনে সৃষ্ট দূ'র্যো'গে অস'হায় ও দুস্থ মানুষের সহায়তার জন্য সে ওই টাকা দান করেছে। তার কথা, 'এই টাকা দিয়ে তো কিছু মানুষ খেয়ে বাঁচবে।'

ইউএনও প্রিয়াংকা দেবী পাল বলেন, বর্তমানে অনেক মানুষ ক'র্মহী'ন। এ জন্য সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগতভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে করোনা তহবিল খোলা হয়েছে। দিনমুজুরের সন্তান হয়ে একজন শিক্ষার্থী তার শিক্ষাবৃত্তি ও টিউশনির জমানো ১০ হাজার টাকা এই তহবিলে দিয়েছে। এটি অস'হায় মানুষের প্রতি মহানুভবতার প্রকৃ'ষ্ট উদাহরণ। আল আমীনের মতো এ দুর্যো'গের সময় অসহায় মানুষের পাশে এসে দাঁড়াতে সমাজের বি'ত্তশা'লীদের প্রতি আহ্বান জানান তিনি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে