নাটোর থেকে : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ভারত-পাকিস্তানের সীমান্তে কি হচ্ছে, তা নিয়ে বাংলাদেশের মাথাব্যথা নেই। নাটোর সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা ঝগড়ার মধ্যে আছেন সেটা বাংলাদেশের মাথাব্যথা নয়। এটি তাদের মাথাব্যথা।
তিনি বলেন, বাংলাদেশ সব সময় প্রতিবেশীসহ সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার নীতি অনুসরণ করে। জাতির পিতা বঙ্গবন্ধুর অনুসৃত- সকলের সাথে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়- এ পররাষ্ট্র নীতিতে পথ চলছে বাংলাদেশ। সবার সঙ্গে বৈরিতা পরিহার করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করে কাজ করে যাচ্ছি আমরা।
ভারতের সঙ্গে স্থলসীমা চুক্তি এবং সমুদ্রসীমা নির্ধারণে শান্তিপূর্ণ নিষ্পত্তির কথা উল্লেখ করে ড. মোমেন বলেন, বাংলাদেশের কোনো যুদ্ধে জড়িত হওয়ার দরকার নেই। দূরদর্শী ও গতিশীল নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবেশীদের প্রতি বিশেষ নজর দেন। কারণ মানুষ উপকৃত হয় (বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে)। নরেন্দ্র মোদি-শেখ হাসিনা যেভাবে সমস্যার সমাধান করেছেন অন্য কোথাও তার নজির পাওয়া যাবে না।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ অর্থনৈতিক কূটনীতি নিয়ে কাজ করছে এবং নতুন জনশক্তি বাজারের সন্ধান করছে। জনশক্তি আমাদের জন্য এক বড় সম্পদ। বৈশ্বিক করোনা মহামারির মধ্যেও বাংলাদেশ জিডিপিতে ভালো প্রবৃদ্ধি রাখতে সক্ষম হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ অনেক স্থানীয় রাজনৈতিক নেতা এ সময় উপস্থিত ছিলেন।