মা মেম্বার নির্বাচিত হয়েছেন। এ খুশিতে ম'দ কিনতে গিয়ে নবনির্বাচিত মহিলা মেম্বারের ছেলে মদসহ আটক হন। এ সময় তার এক সহযোগীকে আটক করা হয়। সোমবার রাতে উপজেলার কালাকান্দর স্লুইসগেট এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- সিংড়ার চামারী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মহিষমারী গ্রামের নবনির্বাচিত মহিলা মেম্বার আফরোজা বেগম ও গফুর মোল্লার ছেলে আব্দুল্লাহ আল মাহমুদ (২২) ও তার বন্ধু রফিকুল ইসলামের ছেলে সজিব হাসান (২০)। তবে ম'দ কোথা থেকে কিনেছেন সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।
গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল মতিন বলেন, গ্রেফতার করা ২ জনকে মাদক মামলায় নাটোর কারাগারে প্রেরণ করা হয়েছে।