বুধবার, ০৫ জানুয়ারী, ২০২২, ১১:২৭:৩৪

নৌকার পরাজয় নাটোরের ১১ ইউনিয়নের সাতটিতেই

নৌকার পরাজয় নাটোরের ১১ ইউনিয়নের সাতটিতেই

পঞ্চম ধাপের নির্বাচনে বুধবার নাটোরের নলডাঙ্গা ও গুরুদাসপুর উপজেলার ১১ ইউনিয়নে স্থানীয় ভাবে প্রাপ্ত প্রাথমিক ফলাফলে আওয়ামী লীগের চারজন, বিদ্রোহী ছয়জন ও বিএনপির স্বতন্ত্র একজন প্রার্থী বিজয়ী হয়েছেন। এতে নাটোরের ১১ ইউনিয়নের সাতটিতেই নৌকার প্রার্থীর পরাজিত হয়েছে।

নলডাঙ্গা উপজেলার ১নং ব্রহ্মপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস মার্কার এস এম আশরাফুজ্জামান মিঠু, ২নং মাধনগর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ঘোড়া মার্কার আব্দুল জব্বার মৃধা, ৩নং খাজুরা ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা মার্কার মো. সোহরাব হোসেন , ৪নং পিপরুল ইউনিয়নে আওয়ামী লীগের নৌকার প্রার্থী কলিম উদ্দীন ও ৫নং বিপ্র বেলঘড়িয়া ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র প্রার্থী চশমা মার্কার মো. শাহজাহান আলী ৬১৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ও উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে নাটোরের গুরুদাসপুরের ৬টি ইউনিয়নের মধ্যে দু’টিতে নৌকা এবং ৪টিতে বিদ্রোহী প্রার্থীরা জয়লাভ করেছে। বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন নাজিরপুর ইউনিয়নে আইয়ুব আলী (মোটরসাইকেল), বিয়াঘাট ইউনিয়নে মিজানুর রহমান সুজা (মোটরসাইকেল), খুবজীপুর ইউনিয়নে মনিরুল ইসলাম দোলন (নৌকা), মশিন্দা ইউনিয়নে আব্দুল বারী (ঘোড়া), ধারাবারিষা ইউনিয়নে আব্দুল মতিন (নৌকা) এবং চাপিলা ইউনিয়নে মাহাবুবুর রহমান (মোটরসাইকেল)।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে