এমটি নিউজ২৪ ডেস্ক : শিশুকালে বাবার দেওয়া কথা রাখতে ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে করলেন নাটোরের বাগাতিপাড়ার স্থানীয় এক ঠিকাদার। শুক্রবার একই উপজেলার বাজিতপুর গ্রামে বিয়ে করেন তিনি। ওই ঠিকাদারের নাম আনিসুর রহমান (২৬)। তিনি উপজেলার চকগোয়াশ পূর্বপাড়া গ্রামের আমিন উদ্দিনের ছেলে।
অন্যদিকে কনের নাম জুলেখা খাতুন (২০)। তিনি বাজিতপুর গ্রামের জিন্নাত আলীর মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজ শেষে ঘোড়ার গাড়িতে চড়ে বর কনের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এ সময় মোটরসাইকেল, অটো, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে একশ বরযাত্রী তার সঙ্গে রওনা দেন।
বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে কনের বাড়িতে পৌঁছে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে কনেকে নিয়ে ফিরে আসেন। যাওয়া-আসার পথে তাদের দেখতে উৎসুক জনতা রাস্তার পাশে ভিড় জমান।
বরের বাবা আমিন উদ্দিন জানান, তার ছেলে যখন ছোট ছিল, তখন তার ছেলেকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিয়ে দেবেন বলে কথা দিয়েছিলেন। শিশুকালে ছেলেকে দেওয়া সেই কথা রাখতে তিনি তার ছেলের বিয়েতে ঘোড়ার গাড়ি ভাড়া করেছেন।
বর আনিসুর রহমান জানান, তিনি থ্রেট পাইপের ছোটখাটো ঠিকাদারির কাজ করেন। বাবার দেওয়া কথা রাখতে তিনি ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে করছেন। এতে তিনি বেশ খুশি বলেও মন্তব্য করেন।- যুগান্তর