নাটোর : নাটোরের বাগাতিপাড়ায় মাছ রান্নাকে কেন্দ্র করে মায়ের সঙ্গে অভিমানে হোসাইন (১৭) নামের এক তরুণ গলায় ফাঁ'স লাগিয়ে আ'ত্মহ'ত্যা করেছে। শনিবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের জিয়াড় কোল এলাকায় নিহতের নিজ বাড়িতে ঘটনাটি ঘটে। নিহত তরুণ ওই এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে। পেশায় সে পাওয়ার ট্রিলারচালক ছিল।
পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে নিহতের মা সিলভার কার্প মাছ রান্না করেছিলেন। দুপরে খাওয়ার সময় ওই তরুণকে তার মা ওই মাছ দিয়ে খেতে দিলে সে সেই মাছ খাবে না বলে রাগ করে ভাতের থালা ফেলে দেয়।
পরে তার মা ও বোন তাকে খাওয়ানোর জন্য পাশের বাড়িতে অন্য কোনো তরকারি আছে কি না খোঁজ করতে যান। কিছুক্ষণ পরে তার বোন তরকারি নিয়ে ফিরে এসে দেখেন ওই তরুণ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে ঝু'লছে।
ভাইকে এ অবস্থায় দেখে বোন চিৎকার দিলে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে তার মৃতদেহ উদ্ধার করে।
বাগাতিপাড়া মডেল থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গেলে মৃত্যুর ঘটনার মিল পায়। সন্দেহজনক কোনো কারণ না পাওয়ায় পরিবার এবং স্থানীয়দের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাত'দন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তরসহ দাফনের অনুমতি প্রদান করা হয়েছে।