রবিবার, ০৩ ডিসেম্বর, ২০২৩, ০৩:০৮:০৫

নাটোরে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন

 নাটোরে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন

এমটিনিউজ২৪ ডেস্ক : নাটোর ভাবনীগঞ্জ মোড়ে ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের বেশ কিছু আসবাবপত্র পুড়ে যায়।

রোববার (৩ ডিসেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর পৌনে চারটার দিকে স্থানীয় লোকজন ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে আগুন জ্বলতে দেখেন। এরপর নাটোর ফায়ার সার্ভিস ও আওয়ামী লীগের নেতাদের খবর দেওয়া হয়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে কার্যালয়ের কিছু প্লাস্টিকের চেয়ার ও কাগজপত্র পুড়ে গেছে।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুজিত সরকার বলেন, শনিবার (২ ডিসেম্বর) রাতে কার্যালয় বন্ধ করে বাসায় গিয়েছিলাম। সকাল ৯টার দিকে আগুনের খবর পেয়ে কার্যালয়ে আসি। আগুনে কিছু আসবাব পুড়ে গেছে। তবে কীভাবে আগুন লাগলো এ বিষয়ে জানতে পারিনি।

নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন, নাটোরে কোন সন্ত্রাসী কার্যকলাপ বরদাস্ত করা হবে না। কেউ যদি নাশকতা করতে চায় তা দমন করা হবে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহম্মেদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কীভাবে আগুন লেগেছে, তা তদন্ত করে দেখা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে