নাটোরের বাসুদেবপুর স্টেশনের দক্ষিণ দিকের রেললাইনে কাটার দৃশ্য দেখা গেছে। দুর্বৃত্তরা নাশকতা করার জন্য রেললাইন কাটার চেষ্টা করেছেন বলে ধারণা স্থানীয়দের। রেললাইন পুরোপুরি বিচ্ছিন্ন না হওয়ায় এখন পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
নলডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ারুজ্জামান বলেন, বাসুদেবপুর স্টেশনের আউটার পার্টের দক্ষিণ দিকের লাইনে ক্ষত দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি।
রেলওয়ে টেকনিশিয়ানের বরাত দিয়ে তিনি বলেন, স্বাভাবিকভাবেই ট্রেন যাওয়ার কারণে জয়েন্টের ওই অংশ ভেঙে গেছে। এখন পর্যন্ত নাশকতার কোনো আলামত পাইনি। রেলওয়ে কর্তৃপক্ষ তদন্ত করে দেখবে যে নাশকতার চেষ্টা হয়েছিল কিনা।-ঢাকা পোস্ট