এমটিনিউজ২৪ ডেস্ক : নাটোরের লালপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ভোর ৫টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের গোধূরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা ওই হাসপাতাল থেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। বনপাড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গুরুতর আহতরা হলেন, ঝিনাইদহের ট্রাকচালক শফিউল ইসলাম (৪০), চালকের সহকারী পঞ্চগড় জেলার আব্দুল কাদের (১৭), বাসযাত্রী রাজশাহী বাঘা উপজেলার বাসিন্দা রুবেল আহমেদ (৩২) ও তার ভাই উজ্জ্বল আলম (৩৬)।
এ বিষয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা একরামুল হোসেন জানান, ঘটনাস্থল থেকে চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও ৫-৬ জন আহত হয়েছেন, যারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।