মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:৪৩:৪৯

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনার সৃষ্টি, আটক সেই আ.লীগ নেত্রী

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনার সৃষ্টি, আটক সেই আ.লীগ নেত্রী

এমটিনিউজ২৪ ডেস্ক : নাটোরের বড়াইগ্রাম থানার মুল ফটকের সামনে নেচে গেয়ে টিকটক ভিডিও করার অভিযোগে আওয়ামী লীগ নেত্রী শিউলি বেগমকে আটক করেছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে বড়াইগ্রাম পৌর শহরের উত্তরপাড়ার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।

বড়াইগ্রাম থানার পরিদর্শক তদন্ত মাহাবুবুর রহমান জানান, থানার কমপাউন্ডের ভিতর মুল ফটকের সামনে নেচে গেয়ে টিকটক ভিডিও বানান বড়াইগ্রাম পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শিউলি বোগম। পরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। পরে রাতেই অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে শিউলি বেগমকে আটক করে পুলিশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে