রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:২৬:৩৭

বিয়েবাড়িতে সংঘর্ষ, একজনের মৃত্যু

বিয়েবাড়িতে সংঘর্ষ, একজনের মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক : নাটোরের বড়াইগ্রামে বিয়েবাড়িতে উচ্চৈঃশব্দে গান বাজানো নিয়ে সংঘর্ষে কামাল ব্যাপারী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মানিকপুর পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত কামাল একই এলাকার মৃত ইসমাইল ব্যাপারীর ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে কামাল ব্যাপারীর ভাতিজা সুমনের বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল।

এ সময় প্রতিবেশী মৃত আকু ব্যাপারীর তিন ছেলে সামসুল ব্যাপারী (৪২), শাজাহান ব্যাপারী (৫০) ও শাহাদত ব্যাপারী (৫৫) রাগান্বিত হয়ে বিয়েবাড়িতে উপস্থিত হলে উভয় পক্ষের বাগবিতণ্ডা হয়। এরই একপর্যায়ে তিন ভাইয়ের কিল, ঘুষিতে ও লাথিতে সঙ্গে সঙ্গেই কামাল মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান।  

বিষয়টি নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, বিয়েবাড়িতে গান বাজানোকে কেন্দ্র করে কামাল ও শাজাহানদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে শাজাহান ও তার ভাইয়েরা কামালকে মারধর শুরু করেন।

এরপর তিনি মাটিতে লুটিয়ে পড়লে তার স্বজনরা স্থানীয় আমেনা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তরা পলাতক রয়েছেন। নিহতের পরিবার থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে