সোমবার, ১৪ মার্চ, ২০১৬, ১০:২৬:৩৬

শিক্ষক লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

শিক্ষক লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

জুবায়ের হোসেন, নাটোর প্রতিনিধি: নাটোর লালপুর উপজেলার বরমহাটি সমবায় উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান কর্তৃক ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে শারিরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা।

সোমবার বেলা ১১ টার দিকে অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। এ সসময়ে তারা অনির্দিষ্ট কালের জন্য বিদ্যালয়ের ক্লাস বর্জনের ঘোষনা দেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, লালপুর উপজেলার বরমহাটি সমবায় উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির স্বাক্ষর জাল, বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষককে হুমকি প্রদানসহ দীর্ঘ দিন ধরে নানা অনিয়ম করে আসছিল। এ কারনে বিদ্যালয় পরিচালনা কমিটি শনিবার তাকে সাময়ীকভাবে বরক্ষাস্ত করে। এরই জের ধরে রবিবার মিজানুর রহমান প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে তাকে শারিরিকভাবে লাঞ্ছিত করে। পরে অন্যান্য শিক্ষকরা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিবার লালপুর থানায় একটি অভিযোগ দায়ের  করেন

এ ব্যপারে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাবুল আকতার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মিজানুরের বিচারের দাবিতে শিক্ষক শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে, তাদেরকে শ্রেণীকক্ষে ফেরানোর জন্য আজকেই আবার পরিচালনা কমিটিরসভা আহবান করা হয়েছে, সভার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।

এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই তালুকদার অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত মিজান পলাতক রয়েছে,এ বিষয়ে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১৩ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে