বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬, ০৬:১৭:২৩

এনএস কলেজে নানা আয়োজনে বর্ষবরণ পালিত

এনএস কলেজে নানা আয়োজনে বর্ষবরণ পালিত

জুবায়ের হোসেন, এনএস কলেজ (নাটোর) প্রতিনিধি: নানা আয়োজনে নাটোর নবাব সিরাজ (এনএস) উদ্-দৌলা সরকারি কলেজে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪২৩ পালিত হয়েছে।

পুরাতন, জরা আর জীর্ণকে বিদায় জানিয়ে শুভ, সুন্দর ও মঙ্গলকে বরণ করার আকাঙ্ক্ষা ও সম্ভাবনায় এনএস কলেজের  ছাত্র-ছাত্রীরা মেতে উঠে আনন্দ উদযাপনে।

এদিন, কলেজ ক্যাম্পাসকে সাজানো হয় নতুন রুপে। বর্ষবরণ উপলক্ষে সকাল সাড়ে ৭টায় কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল কুদ্দুস মৃধার নেতৃত্বে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ঢাক-ঢোল আর বাঁশি সুরে নেচে-গেয়ে তারুণ্যের উচ্ছ্বাস প্রকাশ করে ছাত্র-ছাত্রীরা।

শোভাযাত্রায় আরো অংশ গ্রহণ করেন উপাধ্যক্ষ আতাউর রহমান, বর্ষবরণ উদযাপন কমিটির আহবায়ক আব্দুল লতিফ, অর্থনীতি বিভাগের প্রধান ফরহাদ হোসেন, ব্যবস্থাপনা বিভাগের প্রধান বিকাস সরকার, বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকসহ ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

মঙ্গল শোভাযাত্রা শেষে বর্ষবরণ উপলক্ষে প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা সহ বেশ কিছু গ্রামীণ খেলা অনুষ্ঠিত হয়। এরপরে অনুষ্ঠিত হয় আলোচনা ও কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহন বর্ষবরণের সাংস্কৃতিক  অনুষ্ঠান।

এবং সকাল থেকে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের বাংলার ঐতিহ্যবাহী খাবার নুন-পান্তা-মরিচ সঙ্গে আলু ভর্তা খাওয়ানো হয়।

এছাড়া, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ এনএস কলেজ শাখা, বিএনসিসি ক্যাডেট, রক্তদান সংস্থা বাধন সহ কলেজের বিভিন্ন সামাজিক ও অন্যান্য সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানাবিধ কর্মসূচি আয়োজন করে।
১৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে