বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬, ০৭:৪৭:০৯

আওয়ামী লীগ নেতার নাম না থাকায় বৈশাখী অনুষ্ঠান পণ্ড!

  আওয়ামী লীগ নেতার নাম না থাকায় বৈশাখী অনুষ্ঠান পণ্ড!

জুবায়ের হোসেন, নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলায় পহেলা বৈশাখী অনুষ্ঠানের ব্যানারে আওয়ামী লীগ নেতার নাম না থাকায় বৈশাখী অনুষ্ঠান পণ্ড করে দেয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেওয়াজের সমর্থকরা।

এ সময় মঞ্চের চেয়ার ভাঙচুর ও ব্যানার ছিড়ে ফেলা হয়। এ ছাড়া ইউএনও'র বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে তারা। পরে ইউএনও ও মেয়রের সমঝোতায় উপজেলা প্রশাসন বৈশাখীর শোভাযাত্রা ও আলোচনা সভা করে।

‌বৃহস্পতিবার ১৪ এপ্রিল সকাল সাড়ে ৭টার দিকে গুরুদাসপুর থানার সামনে এসব ঘটনা
ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সারা দেশের ন্যায় গুরুদাসপুর উপজেলা প্রশাসন সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় শহীদ মিনার চত্বর থেকে পহেলা বৈশাখীর শোভাযাত্রা বের করতে যায়। এ সময় ব্যানারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেওয়াজের নাম না থাকায় তাঁর সমর্থকরা অনুষ্ঠান পণ্ড করে দেয়। এ সময় মঞ্চের চেয়ার ভাঙচুর ও ব্যানার ছিড়ে ফেলে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে শাহনেওয়াজের সমর্থকরা। পরে বিষয়টি নিয়ে মেয়র এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মধ্যে সমঝোতা হলে পরিস্থিতি শান্ত হয়।

এরপরে সকাল সাড়ে ৯টার দিকে মেয়র শাহনেওয়াজ ও ইউএনও'র নেতৃত্বে বৈশাখীর শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানা চত্বরে এসে শেষ হয়।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেওয়াজ মোল্লা অনুষ্ঠানে বিশৃঙ্খলার কথা অস্বীকার করে বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমি অনুষ্ঠানে প্রথমে ছিলাম না, পরে অনুষ্ঠানস্থলে এসেছি। অুনষ্ঠান শান্তিপূর্ণভাবে হচ্ছে। তবে ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন আক্তার বলেন, সকালে তেমন কিছু ঘটনা ঘটেনি, আমরা বৈশাখীর শোভাযাত্রা শান্তিপূর্ণভাবে করেছি।

এ বিষয়ে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুল কুদ্দুস বলেন, বিষয়টি আমার নজরে আসলে সবাইকে শান্ত থেকে অনুষ্ঠান সম্পন্ন করার আহবান জানিয়ে অন্য একটি অনুষ্ঠানে যোগ দিতে চলে গিয়েছিলাম।
১৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে