মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬, ০২:০১:২২

আশুলিয়া থেকে অপহৃত শিশু নাটোরে উদ্ধার, আটক ২

আশুলিয়া থেকে অপহৃত শিশু নাটোরে উদ্ধার, আটক ২

জুবায়ের হোসেন, নাটোর প্রতিনিধি: সাভারের আশুলিয়া থেকে অপহৃত শিশু মুন্নি আক্তারকে (৫) সিংড়া থেকে উদ্ধার করেছে পুলিশ।

এঘটনায় দুই অপহরণকারীকে আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছে, সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরের ময়দান আলীর ছেলে ইসমাইল হোসেন (৩০) এবং সিংড়া উপজেলার পাটকান্দিগ্রামের বুদ্দুর ছেলে আসলাম আলী (২০)।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মন্ডল জানান, দীর্ঘ সাত বছর ধরে সাভারের আশুলিয়া গ্রামের টেংগুরি গ্রামের আব্দুল জলিলের বাড়িতে ভাড়া থাকতেন ইসমাইল হোসেন।

গত রোববার সন্ধ্যায় ইসমাইল হোসেনের শিশু কন্যা মুন্নি আক্তারকে দোকান থেকে চকলেট কিনে দেওয়ার নাম করে অপহরন করে তারা। ওই দিন রাতেই মুন্নির পিতার কাছে মোবাইল ফোনে ৬লাখ টাকা মুক্তিপন দাবী করে।

পরে মুন্নির পিতা আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করলে মঙ্গলবার ভোরে সিংড়া ও আশুলিয়া থানা পুলিশ সিংড়ার হাতিয়ান্দাহি
ইউনিয়নের পাটকান্দি গ্রামে অভিযান চালায়।
এসময় অপহরনকারী দলের সদস্য আসলাম আলীর বাড়ি থেকে শিশু মুন্নি আক্তারকে উদ্ধার করা হয়।
আটক করা হয় অপহরকারী ইসমাইল হোসেন এবং আসলাম আলীকে। পরে শিশু মুন্নি আক্তারকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয় পুলিশ।
১৯ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪.কম/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে