মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬, ০৯:২৩:০৪

শিক্ষকের কাণ্ড, অচেতন অবস্থায় দশ স্কুলছাত্রী হাসপাতালে

শিক্ষকের কাণ্ড, অচেতন অবস্থায় দশ স্কুলছাত্রী হাসপাতালে

জুবায়ের হোসেন, নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে পড়া না পারায় শিক্ষকের বেত্রাঘাতে দশজন ছাত্রী আহত হয়েছে। পরে তাদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার নগর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে নগর উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক (চুক্তিবদ্ধ) রবিউল করিম বাকি ৬ষ্ঠ শ্রেণীতে ইংরেজি ক্লাশ নিতে যান। এ সময় পড়া না পারায় তিনি প্রায় দশজন ছাত্রীকে বেত্রাঘাত করেন। এতে তারা ক্লাশেই জ্ঞান হারিয়ে পড়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ও অভিভাবকেরা স্কুল চত্ত্বরে এসে ক্ষোভ প্রকাশ করেন ও অফিস কক্ষ ঘেরাও করেন। পরে
অভিভাবক ও অন্য শিক্ষকরা আহত ছাত্রীদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন।

এ ব্যাপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
আশরাফুল ইসলাম বলেন, ওই সময় আমি শিক্ষা অফিসে কাজে ব্যস্ত ছিলাম। তবে ঐ শিক্ষক সব ছাত্রীকে মারপিট করেননি। দু- একজনকে মারপিট করার পর ভয়ে ও প্রচন্ড গরমে অন্যরা অসুস্থ হয়ে পড়ে বলে শুনেছি। তবে এখন সবাই সুস্থ।

উপজেলা শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম
চৌধুরী বলেন, এ বিষয়ে আমার কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
১৯ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪.কম/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে