মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬, ১০:০৮:০৯

নাটোরে সড়ক দুর্ঘটনায় দুই ব্র্যাক কর্মীর মৃত্যু

নাটোরে সড়ক দুর্ঘটনায় দুই ব্র্যাক কর্মীর মৃত্যু

জুবায়ের হোসেন, নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ব্র্যাক কর্মীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের জোড়ব্রীজ এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার আবুল কাশেমের ছেলে হাবিবুর রহমান (৪০) এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জালাল উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন (২৮)।

সিংড়ার নিংগইন ব্র্যাকের ব্রাঞ্চের ম্যানেজার জিয়াউল হক তাদের পরিচয় নিশ্চিত করে বলেন, নিহত হাবিবুর রহমান ব্র্যাকের বামিহাল শাখায় হিসাব কর্মকর্তা এবং ইসমাইল প্রোগ্রাম এ্যাসিসটেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তারা দু'জনে গ্রহকের কাছ থেকে টাকা আদায় করে ব্যাংকে জমা দিয়ে বামিহাল শাখায় ফিরছিলেন। পথে জোড় ব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মন্ডল জানান, মঙ্গলবার বিকেল ৫টার দিকে সিংড়া উপজেলা সদরে কাজ শেষে মোটারসাইকেল যোগে বামিহালে ফিরছিলেন
হাবিবুর রহমান এবং ইসমাইল। পথে নাটোর-বগুড়া মহাসড়ের জোড় ব্রীজ এলাকায় দিবারাত্রী নামের একটি যাত্রীবাসের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।
১৯ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪.কম/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে