শনিবার, ২৩ এপ্রিল, ২০১৬, ১২:১২:৪৬

নাটোরে শান্তিপূর্ণ ভাবে চলছে ভোটগ্রহণ

নাটোরে শান্তিপূর্ণ ভাবে চলছে ভোটগ্রহণ

জুবায়ের হোসেন, নাটোর প্রতিনিধি: নাটোরে শান্তিপূর্ণভাবে উপজেলার সাত'টি ইউনিয়নের ৮৬টি কেন্দ্রে একযোগে শুরু হয় ভোট গ্রহণ। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে ভোটারদের লাইন। তবে, পুরুষদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতিই বেশি নজরে পড়ছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এখন পর্যন্ত কোথাও কোন সহিংসতার খবর পাওয়া যায়নি। নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ভোটার ও নির্বাচন সংশ্লিষ্টরা।

এদিকে, ভোট নির্বিঘ্ন করতে এবং নাশকতা এড়াতে প্রশাসেনর পক্ষ থেকে কেন্দ্রগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী সদস্য মোতায়ন করা হয়েছে।

সদর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নাটোর সদর উপজেলার সাত'টি ইউনিয়নে শনিবার ২৩ এপ্রিলের তৃতীয় ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে ২৫, সাধারণ সদস্য পদে ২৯৫ এবং সংরক্ষিত মহিলা আসনে ৭৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
২৩ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে