মঙ্গলবার, ০৭ জুন, ২০১৬, ০২:০৯:০৮

সুনীল খুনের ঘটনায় আটক ভাড়াটিয়া রিমান্ডে

সুনীল খুনের ঘটনায় আটক ভাড়াটিয়া রিমান্ডে

নাটোর: নাটোরের বনপাড়ার খ্রিস্টান ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আটক একজনকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আটককৃত হলেন নিহতের বাড়ির ভাড়াটিয়া ট্রাক চালক আব্দুল্লাহ আল মামুন সবুজ (৩০)।

মঙ্গলবার নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শামসুল আল আমিন শুনানি শেষে এ রিমান্ড মুঞ্জুর করেন।

এর আগে সোমবার নাটোরের গোয়েন্দা পুলিশের ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল হাই সাত দিনের রিমান্ড আবেদন করেন। এর পরিপেক্ষিতে আজ দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

এদিকে এ হত্যা মামলা তদন্তে নাটোরের গোয়েন্দা পুলিশকে সহযোগীতার জন্য ঘটনার দিনই ঢাকা থেকে গোয়েন্দা পুলিশের (এসবি) দুই সদস্যের একটি টিম নাটোরে এসেছেন।

আটক ট্রাক চালক আব্দুল্লাহ আল মামুন সবুজ জেলার লালপুর উপজেলার কদিমচিলান গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

প্রসঙ্গত, গত রোববার (৫ জুন) সকালে বাড়ি থেকে বের হয়ে গির্জায় যান সুনীল গোমেজ। সেখানে প্রার্থনা শেষে নিজ মুদি দোকানে বসেন তিনি। এরপর দুপুর ১২টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা তার ঘারে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
০৭ জুন, ২০‌১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে