মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬, ০৩:৫৮:১৬

নাটোরে যুবলীগ অফিসে হামলা, এলোপাতাড়ি গুলি

নাটোরে যুবলীগ অফিসে হামলা, এলোপাতাড়ি গুলি

নাটোর : নাটোর শহরের কান্দিভিটুয়া এলাকার পৌর যুবলীগের অফিসে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।  এসময় দুর্বৃত্তরা জাতির জনক ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরসহ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর সাড়ে ৪ টায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ৮/১০ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত শহরের কান্দিভিটুয়ায় রেজিষ্টারি অফিস সংলগ্ন পৌর যুবলীগের কার্যালয়ের তালা ভেঙে প্রবেশ করে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে।

এ সময় অফিসে ঘুমিয়ে থাকা যুবলীগকর্মী সোহানকে মারপিট করে অফিস থেকে বের করে দেয় তারা। এরপর জাতির জনক ও প্রধানমন্ত্রীর ছবিসহ আসবাবপত্র ভাঙচুর করে।

বড় বড় বিলবোর্ডে থাকা প্রধানমন্ত্রীর ছবিগুলো ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলে।  এ সময় দুর্বৃত্তরা পৌর যুবলীগের অফিসে রাখা দুটি মোটরসাইকেল তালা ভেঙে নিয়ে যায়।  

এ ব্যাপারে নাটোর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেলা যুবলীগ নেতা নাজমুল শেখ বাপ্পী বলেন, শহরের কান্দিভিটুয়া এলাকার পেশাদার সন্ত্রাসী ও ইয়াবা ব্যবসায়ী জামাল ড্রাইভারের ছেলে জনি ও জীবন, মৃত জবান প্রামাণিকের ছেলে রিপন ও মনতাজের পুত্র মন্জু হেমাঙ্গিনী ব্রীজ এলাকায় র্দীঘদিন ধরে মাদকের ব্যবসা চালিয়ে আসছিল।

তিনি বলেন, যে কারণে এলাকায় চুরি, ছিনতাই বৃদ্ধি পাওয়ায় কয়েকদিন আগে যুবলীগ নেতাকর্মীরা তাদের বাধা প্রদান করে এবং এলাকা থেকে বিতাড়িত করে।  তাদের নেতৃত্বেই একদল সন্ত্রাসী এ ঘটনা ঘটিয়েছে।

তবে অভিযুক্ত রিপন ও রনি ঘটনাটি মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন।
১২ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে