সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬, ০৩:৫১:১৭

রাঙ্গামাটির ঝুলন্ত সেতু এখন ডুবন্ত সেতু

রাঙ্গামাটির ঝুলন্ত সেতু এখন ডুবন্ত সেতু

নিউজ ডেস্ক : সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হঠাৎ করেই বেড়ে গেছে কাপ্তাই লেকের পানির উচ্চতা। এতে ডুবে গেছে রাঙ্গামাটি পর্যটন কমপ্লেক্সে অবস্থিত মনোরম ঝুলন্ত সেতু।
 
সোমবার সকালে রাঙ্গামাটি পর্যটন মোটেল ও হলিডে কমপ্লেক্স ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, সদ্য বর্ষা শেষে উজান থেকে নামছে পাহাড়ি ঢল। ফলে কাপ্তাই লেকের পানির উচ্চতা দ্রুতগতিতে বেড়ে গেছে। এতে সেতুটি পানির গভীরে তলিয়ে যাচ্ছে। ইতোমধ্যে দেড় ফুট পানিতে ডুবে গেছে সেতুটি। ফলে সেতু দিয়ে পারাপার বন্ধ হয়ে গেছে।
 
উল্লেখ্য, সত্তর দশকের দিকে সরকার রাঙ্গামাটি পার্বত্য জেলাকে পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করা হয়। পরে পর্যটন কর্পোরেশন পর্যটকদের পারাপারের সুবিধায় দু’টি পাহাড়ের মাঝখানে তৈরি করে রাঙ্গামাটির আকর্ষণীয় ঝুলন্ত সেতুটি। এটি বর্তমানে দেশে-বিদেশে আকর্ষণীয় হয়ে ব্যাপক আকারে পরিচিতি পেয়েছে। ঝুলন্ত সেতুর পূর্বদিকে কাপ্তাই লেকের স্বচ্ছ জলরাশিসহ রয়েছে ছোট-বড় নৈসর্গিক সবুজ পাহাড়।
 
প্রতি বছর পর্যটন মৌসুমে রাঙ্গামাটির দৃষ্টিনন্দন ঝুলন্ত সেতুটি উপভোগ করতে রাঙ্গামাটিতে আগমন ঘটে প্রচুর পর্যটকের। বর্তমানে সেতুতে প্রবেশ মূল্য বিশ টাকা।
১৯ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে