রবিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০২৪, ০২:৩৭:২৬

যেখানে ঘটলো এই দুর্ঘটনা

যেখানে ঘটলো এই দুর্ঘটনা

এমটিনিউজ২৪ ডেস্ক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়ন হতে বঙ্গলতলী ইউনিয়ন সড়কের তুলাবান এলাকায় একটি কালভার্ট ভেঙে বালুবাহী ট্রাক উল্টে রাস্তার পাশে পড়ে গেছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে মারিশ্যা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তুলাবান বারবিন্দুঘাট গ্রামের দিবাকর চাকমার বাড়ি নির্মাণকাজের জন্য বালুবাহী ট্রাকটি পুরনো কালভার্ট ভেঙে উল্টে রাস্তার পাশে পড়ে যায়। চালক ও সহকারী গাড়ি থেকে দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহত হয়নি। 

মারিশ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপন চাকমা জানান, মারিশ্যা ইউনিয়ন হতে বঙ্গলতলী ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কের ৫নং ওয়ার্ড তুলাবান গ্রামের অনেক পুরনো এই কালভার্টটি সকালে মালবাহী ট্রাকের অতিরিক্ত লোডের কারণে ভেঙে যায়। 

বর্তমানে এই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ আছে। সড়কের যাতায়াত স্বাভাবিক করার জন্য দ্রুত কালভার্ট মেরামত বা নতুনভাবে নির্মাণের দাবি জানাচ্ছি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে