এমটিনিউজ২৪ ডেস্ক : রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় ২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের শালবাগানে ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আমির হোসেন (৪৫), হানিফ (৪৪) ও তাৎক্ষণিকভাবে আরেকজনের নাম পাওয়া যায়নি। আহতরা হলেন- সৈকত চাকমা ও নূর আজিম। আহত দুইজনকে রাঙামাটি মেডিকেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রামে মেডিকেল হাসপাতালে রেফার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, রাঙামাটি থেকে ছেড়ে যাওয়া রাস্তা সংস্কার কাজে নিয়োজিত বিশাল আকৃতির লরি চট্টগ্রাম যাওয়ার পথে শালবাগান এলাকায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে লরি ও অটোরিকশা দুটোই ৩০ থেকে ৪০ ফুট গভীর খাদে পড়ে যায়।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ বলেন, রাঙামাটি থেকে ছেড়ে যাওয়া লরি চট্টগ্রাম-রাঙামাটি সড়কের শালবাগান এলাকায় পৌঁছালে রাঙামাটি থেকে ছেড়ে যাওয়া অটোরিকশাকে চাপা দিয়ে লরি ও অটোরিকশা গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস একটি মরদেহ উদ্ধার করেছে।
রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ তিনজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে। লরির চালক ও হেলপারকে আইনের আওতায় আনা হবে।