রাঙামাটি : রাঙামাটি শহরে কাপ্তাই হ্রদের পাড়ে একটি ভবন দেবে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৫। সর্বশেষ বুধবার সকাল সাড়ে ৭টায় সাজিদুল নামে আরও এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে নৌ-বাহিনীর ডুবুরিরা।
উদ্ধারকাজে নিয়োজিত নৌ-বাহিনীর কমান্ডার রায়হান জানান, মঙ্গলবার বিকালে দেবে যাওয়া ভবনটি থেকে মধ্যরাত পর্যন্ত চারজনকে মৃত এবং পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়। ভবনের আটকা পড়া একটি রুমে ট্রাকচালক জাহিদ ও তার এক সন্তান সামিদুলের মৃতদেহ পাওয়া গেলেও আরেক শিশুপুত্র সাজিদুলকে পাওয়া যাচ্ছিলো না। বুধবার সকালে উদ্ধার অভিযানে নেমেই সাজিদুলের (১০) মৃতদেহ উদ্ধার করে নৌ-বাহিনী। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো পাঁচজনে।
তিনি আরও জানান, ওই ভবনের আর কেউ নিখোঁজ না থাকায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৪ অক্টোবর) বিকাল সাড়ে পাঁচটার দিকে শহরের মহিলা কলেজ সড়কে কাপ্তাই হ্রদের পাড়ে অবস্থিত নঈমউদ্দিন টিটু নামে এক ঠিকাদারের মালিকানাধীন দোতলা ভবনটি দেবে যেতে শুরু করে। মাত্র ১০ মিনিট সময়ের মধ্যে ভবনটির নিচতলা পুরোই দেবে যায়। এ সময় ভবনের দুটি ফ্লোরে অন্তত চারটি পরিবার আটকে পড়ে। ফায়ার সার্ভিস ও নৌ-বাহিনীর ডুবুরিরা উদ্ধার অভিযানে নামে। পরে ভবনটি থেকে ট্রাকচালক জাহিদ (৪২),তার শিশুপুত্র সামিদুল (৭), গৃহশিক্ষিকা রাঙামাটি সরকারি কলেজের অনার্সের ছাত্র উম্মে হাবিবা রুনা (২২), আরেক বাসিন্দা রফিকের মেয়ে পিংকির (১৩) মৃতদেহ উদ্ধার করা হয়। সবশেষ আজ বুধবার সকালে সাজিদুলের মৃতদেহ (১০) উদ্ধার করা হলো।
০৫ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম