রাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার অন্যতম বাণিজ্যকেন্দ্র দুরছড়ি বাজারে অগ্নিকাণ্ডে শিখা সাহা নামে এক নারী নিহত হয়েছেন এবং অন্তত ৩শ’ দোকান ও বসতঘর পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় ৪০ কোটি টাকা বলে জানা যায়।
বাঘাইছড়ি থানা এসআই নজরুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
বৃহস্পতিবার সকাল আনুমানিক ১২টার দিকে বাজারের সুমল দে নামক এক ব্যবসায়ির লেপতোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে স্থানীয়রা।
বাঘাইছড়িতে কোনও ফায়ারসার্ভিস স্টেশন না থাকায় পার্শ্ববর্তী খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা থেকে ফায়ারসার্ভিস এলেও সংকীর্ণ সড়কের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি বলে জানা গেছে। ফলে বিজিবি-সেনাবাহিনী-পুলিশ ও স্থানীয় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনে আনে।
জানা গেছে, আগুন নিয়ন্ত্রনে এসেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক অন্তত: ৪০ কোটি টাকা। এতে প্রায় তিনশত দোকান ও বসত পুড়ে গেছে।
উপজেলা নির্বাহী অফিসার তাজুল ইসলাম বলেন, উপজেলায় কোনও ফায়ার স্টেশন না থাকায় এতো বড় বিপর্যয় ঠেকানো গেলো না।
২১ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম