রাঙ্গামাটি থেকে : পার্বত্য জেলা রাঙ্গামাটির বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে গোলাগুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট- ইউপিডিএফের শীর্ষ সন্ত্রাসী সুমন চাকমা নিহ'ত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার সাজেক ইউনিয়নের রেতকাঠা মুখের দোপাতা নামক এলাকায় এ ঘটনা ঘটে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাঙ্গামাটি জেলার বাঘাইহাট সেনা জোন শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে দোপাতা নামক এলাকায় সন্ত্রা'সীদের গ্রেফতারের জন্য অভিযান চালায়। ঘটনাস্থলে স'ন্ত্রা'সীরা সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলিব'র্ষ'ণ করে।
সেনাবাহিনীর টহল দল তাৎক্ষণিক পাল্টা গু'লিব'র্ষ'ণ করে এবং উভয়পক্ষের মধ্যে আনুমানিক ৪-৫ মিনিট গো'লাগু'লি হয়। সেনাসদস্যদের চাপের মুখে অজ্ঞাত স'ন্ত্রা'সীরা পিছু হটতে বাধ্য হয়। ওই গো'লাগু'লিতে ইউপিডিএফ (মূল) দলের শীর্ষ স'ন্ত্রা'সী সুমন চাকমা নিহ'ত হয়।
আইএসপিআর জানায়, নিহ'ত সুমন চাকমা নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমা হ'ত্যা মামলার প্রধান আসামি। অভিযান চলাকালে একাধিক স'ন্ত্রা'সী আহত হয়েছে বলে ধারণা করা গেছে। বর্তমানে ওই স্থানের নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তাবাহিনীর নিয়ন্ত্রণাধীন রয়েছে। ভবিষ্যতেও এলাকার শান্তি-শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিতকল্পে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় আইএসপিআর।
এ বিষয়ে সাজেক থানার ওসি ইসরাফিল বলেন, ঘটনাস্থল থেকে লা'শ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠোনো হচ্ছে। এ ছাড়া নি'হ'ত স'ন্ত্রা'সীর কাছ থেকে একটি পিস্তল ও একটি রিভলবার পাওয়া গেছে।