রাঙ্গামাটি: দেশের পার্বত্য তিন জেলার মধ্যে এখন পর্যন্ত করোনাভাইরাসমু'ক্ত রয়েছে একমাত্র রাঙ্গামাটি জেলা। খবর ইউএনবি’র। জেলাকে করোনামু'ক্ত রা'খতে রাঙ্গামাটি জেলা প্রশাসন চার স্ত'রের নিরাপ'ত্তা ব্যবস্থা জো'রদা'র করেছে। শহরের পু'রো এলাকায় নিয়মিত ট'হল দিচ্ছে আইন-শৃ'ঙ্খলা বা'হিনী।
শুক্রবার বিকাল থেকে রাঙ্গামাটির চারটি প্রবেশপথ অর্থাৎ কাউখালীর গোদারপাহাড়, কাপ্তাই বড়ইছড়ি, ঘাগড়ার রেষ্ট হাউজ চে'ক পো'ষ্ট এবং নানিয়ারচরের বেতছড়িতে ক'ঠোর ন'জরদা'রী রাখছে সেনাবাহি'নী ও পুলিশ।নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ছাড়া আর কোনো যানবাহন রাঙ্গামাটিতে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
শনিবার রাঙ্গামাটিতে সাপ্তাহিক হাটের দিন হওয়ায় বাইরে কিছু সংখ্যক লোকজন চলাফেরা করতে দেখা গেছে। তবে যারা প্রয়োজন ছাড়া বের হয়েছেন তাদেরকে মোবাইল কো'র্টের আও'তায় নিয়ে আসা হয়েছে।
রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বলেন, ‘শহরে যেন বহি'রাগ'ত প্রবেশ না করে সেজন্য আমরা সচে'ষ্ট রয়েছি। রাঙ্গামাটি শহরের প্রবেশ পথ দিয়ে যেন নিত্য প্রয়োজনীয় বা জরু'রি পণ্য সামগ্রি যানবাহন ছাড়া আর কিছু প্রবেশ করতে না পারে সে নির্দে'শনাও দেয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘করোনাভাইরাস প্রতিরো'ধে বিদেশফেরত ব্যক্তিসহ অন্যদের হোম কোয়ারেন্টাইন নি'শ্চিত করা, সামাজিক দুরত্ব নিশ্চি'ত করা, স্বাস্থ্য বি'ধি মে'নে চলা এবং জনগণকে সচে'তন করতে প্রশাসন ঐক্যব'দ্ধভাবে কাজ করছে। অভ্য'ন্তরিণ ব্যবস্থাপনা ভালো হওয়ার কারণে আমরা জনগণকে সচে'তন করতে পেরেছি। এজন্যই রাঙ্গামাটি এখনো করোনাভাইরাস মু'ক্ত রয়েছে।’