রাঙামাটি থেকে : রাঙামাটির বরকল উপজেলার ১নং সুবলং ইউনিয়নের সুবলং বাজারে ভ'য়াব'হ অ'গ্নিকা'ণ্ডে ৮৪টি দোকানপাট ও বসতঘর পু'ড়ে ছাই হয়ে গেছে। আজ রবিবার বিকেল সাড়ে তিনটা থেকে পৌনে চারটার মধ্যে একটি বসতঘরে গ্যাসের সিলিন্ডার থেকে আ'গুনের সূত্র'পাত হয় বলে জানা গেছে।
এদিকে বিকেলে অ'গ্নিকা'ণ্ডের পর পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা কাপ্তাই হ্রদের পানি ছিটিয়ে আ'গু'ন নিয়'ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরে তাদের সঙ্গে যোগ দেয় রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন থেকে যাওয়া দমকলবাহিনীর সদস্যরাও। দীর্ঘ সময় প্রচেষ্টার পর সন্ধ্যা সাতটার দিকে আ'গুন পুরো'পুরি নিয়'ন্ত্রণে আসে।
সুবলং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল গাফফার খান জানিয়েছেন, রবিবার বিকেল সাড়ে তিনটা থেকে পৌনে চারটার মধ্যে আ'গুনের সূত্র'পাত ঘটে। আ'গুন লাগার পর মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। আ'গুন লাগার সঙ্গে সঙ্গেই পুলিশ ও সেনাবাহিনী স্থানীয়দের সহায়তায় আ'গুনে নিয়'ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরবর্তীতে রাঙামাটি জেলা সদর থেকেও ফায়ার সার্ভিসের একটি টিম আসে। সকলের প্রচেষ্টায় সন্ধ্যা সাতটার দিকে আ'গুন নিয়'ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি আ'গুনের ঘটনায় ৮০ এর অধিক বসতঘর ও দোকানপাট পু'ড়ে গেছে। আ'গুনের সূত্র'পাত হয়েছে একটি বসতঘর থেকে। বিকেলেই আ'গুন নিয়'ন্ত্রণে আনার জন্য রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন থেকে স্টেশন অফিসার উদয়ন চাকমার নেতৃত্বে একটি টিম রওনা দেন।
রাত সাতটার দিকে উদয়ন চাকমা জানিয়েছেন, মো'টামুটি আ'গু'ন নিয়'ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। প্রাথমিকভাবে বসতঘরের রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আ'গুনের সূত্র'পাত বলে জানতে পেরেছি। আ'গুনে বাজারের ৪৪টি দোকান ও ৪০টি বসতঘর পুড়ে গেছে। তবে ক্ষ'য়ক্ষ'তির হিসেব এখন বলা যাচ্ছে না।