রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) ভোর ৫টা ৪৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পে রাঙ্গামাটি শহরের ঝুল্লিক্যা পাহাড়ের নির্মাণাধীন সংযোগ সেতুর জোড়ায় এবং একটি মসজিদের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। ভূমিকম্পে তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, ফজরের নামাজের সময় হঠাৎ মসজিদটি কেঁপে উঠে। পরে তারা মসজিদের দেয়ালের বিভিন্ন স্থানে ফাটল দেখতে পান। একই সঙ্গে শহরের পুরানপাড়া ও ঝুল্লিক্যা পাহাড়ের ওয়াই আকৃতির নির্মাণাধীন সেতুর দুই গার্ডারের সংযোগস্থলে হালকা ফাটল দেখা গেছে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম জানান, মসজিদ ও সেতু দুটি পার্বত্য চট্টগ্রাম উয়ন্নয়ন বোর্ড বাস্তবায়ন করেছে।