সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ১১:০৬:৫৫

'জুম্ম জাতির দাবি না মানলে সংসদ থেকে ইস্তফা'

'জুম্ম জাতির দাবি না মানলে সংসদ থেকে ইস্তফা'

মঈন উদ্দীন বাপ্পী, রাঙামাটি প্রতিনিধি: আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটি রাঙমাটি জেলার উদ্যেগে “আদিবাসী জাতিসমূহের জীবনধারা উন্নয়ন নিশ্চিততকরণ” এই প্রতিবাদ্য বিষয় এবং “পার্বত্য চট্টগ্রাম চুক্তি দ্রু“ত বাস্তবায়নসহ আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি চাই ” দাবিকে সামনে রেখে রাঙামাটি জেলায় পৌরসভা প্রাঙ্গন মাঠে  আদিবাসী দিবস পালন করা হয়।

এই অনুষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়। উদ্বোধন ঘোষণা করার পর পাহাড়ি শিশুরা নৃত্য পরিবেশন করেন।

 উদ্বোধকের বক্তব্যে চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি কটুক্তি করে বলেন, আপনারা পার্বত্য চট্টগ্রামে বিদেশীদেরকে আসতে দেন ন্।া কারণ আপনারা ভয় পান। এটা সরকারের একটি বৈষম্যমূরক আচরণ। তিনি আরো বলেন,রাঙামাটি থেকে ৩৫টি সেনা ক্যাম্প গুঁটিয়ে নেওয়ার সময় দেশের স্বার্বভৌমত্বের প্রতি হুমকির কথা বলে সুপ্রিম কোর্টে মামলা করা হয়্। কিন্তু সরকার সুপ্রিম কোর্টকে সন্তুষ্টি করতে শান্তি চুক্তির আগে কতজন খুন হয়েছে এবং শান্তি চুক্তির পর কতজন খুন হয়েছে তা পেশ করেন। তিনি আরো বলেন, সরকার আমাদেরকে ক্ষুদ্র নৃ-গোষ্টি নাম দিয়ে অধিকার আদায় থেকে বঞ্চিত করছে। সরকার আমাদেরকে ২-৩টা তরকারী দিয়ে খুশী করছে। তিনি আরো জানান, আমাদের সংস্কৃতি আমাদের রক্ষা করতে হবে। সংস্কৃতি সম্পর্কে সচেতন থাকতে হবে। তিনি বলেন, আদিবাসী স্বীকৃতি না ফেলে কি আমরা কর্ণফুলিতে ঝাঁপ দিবো। তিনি জুম্ম জাতির প্রতি উদ্দেশ্য করে বলেন, অধিকার আমাদের ছিনিয়ে আনতে হবে।

তৃষিনাত চাকমা ও মোনালিসা চাকমা এর সঞ্চালনায় এবং বাংলাদেশ আদিবাসী ফোরাম, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে এসময় বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন, এম.এন.লারমা স্মৃতি সংসদের পাঠগারের সাধারণ সম্পাদক নান্টু ত্রিপুরা,  আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটি রাঙমাটি জেলার সদস্য সচিব ইন্টু মণি চাকমা,রাঙমাটি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিতা চাকমা,সচেতন নাগরিক কমিটি(সনাক) রাঙামাটি জেলার সভাপতি কুমার রায়, রাঙামাটি সদর  উপজেলা চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা, এম.এন.লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের আহবায়ক বিজয় কেতন চাকমা। বক্তব্য শেষে রাঙামাটি শহরে  র‌্যালির আয়োজন করা হয়।

৮ জুলাই ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে