সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ১১:০৮:৫৪

ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু!

ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু!

মোঃ মঈন উদ্দীন, রাঙামাটি প্রতিনিধিঃ কাপ্তাই হৃদের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় রাঙামাটিতে পর্যটকদের আকর্ষনের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিতি বিখ্যাত ঝুলন্ত সেতুটি ডুবে গেছে। রবিবার সকাল থেকে হঠাৎ করে কাপ্তাই হৃদের পানি বৃদ্ধি পাওয়ায় ঝুলন্ত সেতুটির উপর পানি উঠে যায়। এতে সেতুটির পাটাতন ৬ ইঞ্চি পানির নিচে ডুবে যায়।

রাঙামাটি পর্যটন কর্পোরেশন এর ব্যাবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, সেতুটির পাটাতন পানির নিচে ডুবে যাওয়ায় বর্তমানে কমপ্লেক্সে টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে। তবে সেতুর অপর পারের লোকজন চলাফেরার সুবিধার্থে এখনো সেতুটি বন্ধ করে দেওয়া হয়নিই।

তিনি আশাবাদ ব্যাক্ত করে বলেন, যদি বৃষ্টিপাত আর না হয় তাহলে কয়েকদিনের মধ্যে সেতুটির থেকে পানি সরে যাবে।

৪ আগস্ট,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে