রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৮, ০৬:৩৯:০৭

রংপুরের সাবেক মেয়র ঝন্টু আর নেই

রংপুরের সাবেক মেয়র ঝন্টু আর নেই

রংপুর : রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য সরফুদ্দিন আহমেদ ঝন্টু (৬৫) মারা গেছেন।

রোববার বিকেল ৩টা ৪০ মিনিটে তিনি ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হাসপাতালে ঝন্টুর সাথে থাকা তার ছোট বোন পেলিন আফরোজ বেবি ও ছেলে রিয়াজ আহমেদ হিমন জানান, রোববার ঝন্টু লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বিকেল ৩টা ৪০ মিনিটে মৃত্যুবরণ করেন। এরপর তার লাশ জাতীয় সংসদ ভবনে নেওয়া হবে। সেখান থেকে তাকে রংপুরে আনা হবে। রংপুরে জানাজা শেষে নুরপুর কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে ঝন্টুকে দাফন করা হবে। তবে কখন তাকে রংপুরে আনা হবে ও কোন সময় জানাজা হবে তা তারা জানাতে পারেননি।

তারা আরও জানান, গত ৩১ জানুয়ারি রংপুর নগরীর গুপ্তপাড়ার বাসভবনে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে সরফুদ্দিন আহমেদ ঝন্টুকে রংপুরের সেন্ট্রাল ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরদিন ১ ফেব্রুয়ারি এয়ার অ্যাম্বুলেন্সে ঝন্টুকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে আনা হয়। সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের কেন্দ্রীয় নেতারা তাকে দেখতে আসেন। ল্যাবএইডে অবস্থার তেমন উন্নতি না হওয়ায় ১৭ ফেব্রুয়ারি ঝন্টুকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

২০১২ সালে রংপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে সরফুদ্দিন আহমেদ ঝন্টু বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছিলেন। কিন্তু গত বছরের ২১ ডিসেম্বর রংপুর সিটি নির্বাচনে জাতীয় পার্টির লাঙল প্রতীক নিয়ে মোস্তাফিজার রহমান মোস্তফা ১ লাখ ৬০ হাজার ৪৮৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন ঝন্টু নৌকা প্রতীক নিয়ে ৬২ হাজার ৪০০ ভোট পান। নির্বাচনে প্রায় ১ লাখ ভোটের ব্যবধানে পরাজিত হওয়ার পর থেকে মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ঝন্টু মনোকষ্টে ভুগছিলেন। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন।

সরফুদ্দিন ঝন্টু জাতীয় পার্টি থেকে রংপুর-১ গঙ্গাচড়া আসনের সংসদ সদস্য ছিলেন। এর আগে তিনি রংপুর পৌরসভার চেয়ারম্যান ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। রংপুর নগরীর গুপ্তপাড়ায় তার বাড়ি। ঝন্টুর বাবার নাম মৃত মহিউদ্দিন আহমেদ। তার দুই বোন ও এক ভাই রয়েছে।

এদিকে, আওয়ামী লীগ নেতা ঝন্টুর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তার গুপ্তপাড়ার বাসভবনে ভীড় করতে শুরু করেন।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে