সাতক্ষীরা: ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের গু'লিতে সুমন নামের এক যুবক আহ'ত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার রাতে যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকায় এ ঘ'ট'না ঘ'টে। গু'লিবি'দ্ধ সুমন (২৬) সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।
গু'লিবি'দ্ধ সুমনের খালাতো ভাই লাল্টু হোসেন বলেন, ভারতে গরু আনতে যাওয়ার সময় সুমনকে গু'লি করে বিএসএফ। সোমবার সন্ধ্যায় সীমা'ন্ত পার হওয়ার সময় এ ঘ'ট'না ঘ'টে। মঙ্গলবার দুপুরে ঘ'ট'নাটি জা'নাজা'নি হয়। গু'লিবি'দ্ধ হওয়ার পর সুমনকে বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। তবে তিনি জীবিত আছেন নাকি মা'রা গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম জানান, সুমনের পায়ে গু'লি করেছে বিএসএফ। সুমনকে এখনও উ'দ্ধার করা সম্ভব হয়নি। এখন সুমন বিএসএফের কাছে রয়েছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খন্দকার মঈন উদ্দীন বলেন, ঘ'ট'নাটি মঙ্গলবার সকালে শুনেছি। ভারতে গরু আনতে গিয়ে এক যুবক গু'লিবি'দ্ধ হয়েছে। ওই যুবক গু'লিবি'দ্ধ হওয়ার সীমা'ন্ত এলাকাটি যশোরের আওতাধীন হওয়ায় এ ব্যাপারে বিস্তারিত জানতে পারিনি।