শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১, ১১:২১:২১

জুমার নামাজ শেষে মসজিদ কমিটি নিয়ে মারামারি, নিহত ১

জুমার নামাজ শেষে মসজিদ কমিটি নিয়ে মারামারি, নিহত ১

সাতক্ষীরা থেকে : সাতক্ষীরার কালিগঞ্জে মসজিদ কমিটিতে সদস্য অর্ন্তভূক্ত করা নিয়ে সংঘর্ষের ঘটনায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার দক্ষিণ কাশিবাটি মোড়লপাড়া জামে মসজিদে জুমার নামাজের পর এ ঘটনা ঘটে। নিহতের নাম নজরুল ইসলাম পাড় (৬০)। তিনি নলতা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলী পাড়ের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পর স্থানীয় মুসল্লি ইমরান আলীর ছেলে আব্দুল কালামের সঙ্গে মসজিদ কমিটিতে নতুন সদস্য অর্ন্তভূক্ত করা নিয়ে সাধারণ মুসল্লিদের কথাকাটাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এ সময় আবুল কালাম নামে একজন আহত হন। খবর পেয়ে কালামের পরিবারের সদস্যরা মসজিদের মুসল্লি শাহাজান আলীর মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায়। সংঘর্ষ থামানোর চেষ্টাকালে নজরুল ইসলামসহ রুস্তম মোড়ল ও সাঈদ মোড়ল আহত হন। 

আহতদের উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে নজরুল ইসলাম মারা যান। নিহতের ছেলে মাহাবুবর রহমান বলেন, তার বাবা মারামারির মধ্যে পড়ে ভয়ে এবং আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। কালীগঞ্জ থানার (ওসি) তদন্ত মিজানুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে