সিরাজগঞ্জ : উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে আ'গু'ন ধরে গেছে। আজ দুপুরে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের কাছে এ দু'র্ঘ'ট'না ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
তবে এখনো কোন হ'তাহ'তের খবর পাওয়া যায়নি। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিম এ তথ্য নিশ্চিত করে জানান, দু'র্ঘ'টনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা, উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের কাছে রংপুর এক্সপ্রেস ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে এসিসহ দু'টি বগিতে আ'গু'ন লেগেছে। আ'গু'ন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। তবে কোনও হ'তাহ'তের খবর পাওয়া যায়নি।
এ দু'র্ঘ'টনার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ ব'ন্ধ হয়ে গেছে। এর আগে সোমবার রাত পৌনে ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনে তূর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের সং'ঘ'র্ষে ১৬ জন নি'হ'ত এবং শ'তা'ধিক আ'হ'ত হন।