 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
সুনামগঞ্জ : সুনামগঞ্জের দোয়ারাবাজারের পল্লিতে গলায় ফাঁ'স লাগিয়ে তাহমিনা আক্তার (১৮) নামে এক নববধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে। তিনি উপজেলার বগুলাবাজার ইউনিয়নের সোনাছড়া গ্রাসের প্রবাসী শামীমের স্ত্রী।
মঙ্গলবার দুপুরে একই উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর ঘিলাতলী গ্রামে নিজ পিত্রালয়ে আত্মহত্যা করেন তাহমিনা।
নিহতের (পিত্রালয়ের) পারিবারিক সূত্রে জানা যায়, গত ৬ মাস পূর্বে মোবাইল ফোনে ভিডিও কলের মাধ্যমে তাহমিনার বিয়ে হয়েছিল পার্শ্ববর্তী বগুলাবাজার ইউনিয়নের সোনাছড়া গ্রামের বিল্লাল মিয়ার প্রবাসী ছেলে শামীমের সঙ্গে। বিয়ের পর থেকেই মোবাইল ফোনের মাধ্যমে প্রায়ই স্বামী-স্ত্রীর ঝগড়াঝাঁটি হতো।
সর্বশেষ মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে মোবাইল ফোনে স্বামীর সঙ্গে ঝগড়াঝাঁটি হয়। একপর্যায়ে পরিবারের সবার অগোচরে বসতঘরের তীরের সঙ্গে গ'লায় র'শি পেঁ'চিয়ে ফাঁ'স দিয়ে আ'ত্মহ'ত্যা করেন তাহমিনা আক্তার।
খবর পেয়ে বিকালে দোয়ারাবাজার থানার এসআই মিজানুর রহমান লা'শ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে লাশ পাঠান।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।