বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬, ১০:৫৮:৪২

সিলেটে ছাত্রীকে পিটিয়ে শিক্ষিকা আটক

সিলেটে ছাত্রীকে পিটিয়ে শিক্ষিকা আটক

রাহিব ফয়ছল, সিলেট প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে শিক্ষিকার প্রহারে সপ্তম শ্রেণীর ছাত্রী ফাহিমা বেগম(১২) আহত হয়েছে। এঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে পৌছে শিক্ষিকাকে থানায় নিয়ে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহত শিক্ষার্থীকে  স্থানীয় বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ফাহিমা উপজেলার তাজপুর ইউপির কাদিপুর গ্রামের মৃত ছমির আলীর মেয়ে।

বুধবার তাজপুর নুর মিয়া বালিকা বিদ্যালয়ে ঘটনাটি ঘটে।

জানা যায়, বিদ্যালয়ের দ্বিতীয় ঘন্টার সপ্তম শ্রেণীর ক্লাসে বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি বিষয়ের পাঠদানে যান শিক্ষিকা কৃষ্ণা গোস্বামী। তিনি ক্লাসের শিক্ষার্থী ফাহিমা বেগমের কাছে বই চাইলে সে স্কুল ব্যাগ থেকে বইটি বেড় করে দেয়ার সময় মাটিতে পড়ে যায়। এতে তিনি ক্ষিপ্ত হয়ে ঐ ছাত্রীর চুল ধরে উপর্যুপরি চর থাপ্পর মারতে থাকেন। এমনকি চুল ধরে টেবিলের সাথেও মাথায় আঘাত করেন। একপর্যায়ে শিক্ষিাকা তাকে নীলডাউন করে পিঠে চড়ে বসলে ফাহিমা অজ্ঞান হয়ে যায়। এসময় ক্লাসে হৈছৈ শুরু হলে অন্যান্য শিক্ষকরা ছুটে আসেন। ঘটনার খবর পেয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও অনেক অভিভাবক বিদ্যালয়ে আসেন।

এসময় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর জেনে ওসমানীনগর থানার ওসি একদল পুলিশ নিয়ে বিদ্যালয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে শিক্ষিকা কৃষ্ণা গোস্বামীকে জিজ্ঞাবাদের জন্য থানায় নিয়ে আসেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হেলেন বেগম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে শিক্ষিকার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।

বালাগঞ্জ উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ আফসানা জাকিরা বলেন, ফাহিমার মাথায় অসহনীয় ব্যাথা হচ্ছে বলে সে জানিয়েছে। এক্সরে করা হয়েছে এবং তাকে ভর্তি দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ওসমানীনগর থানার ওসি আবদুল আউয়াল চৌধুরী বলেন, ঘটনার পর বিদ্যালয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি এবং জিজ্ঞাবাদের জন্য অভিযুক্ত শিক্ষিকা কৃষ্ণা গোস্বামীকে থানায় নিয়ে আসি। লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
১০ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে