বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ০৫:৩২:১২

‘দেশপ্রেমিক সেনাবাহিনী সেই উসকানিতে সাড়া দেয়নি’

‘দেশপ্রেমিক সেনাবাহিনী সেই উসকানিতে সাড়া দেয়নি’

এমটিনিউজ২৪ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে গৃহযুদ্ধ বাধানোর চেষ্টা করেছিলেন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার যুক্তিতর্ক শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, “তিনি (শেখ হাসিনা) সেনাবাহিনীকে উসকানি দিয়েছিলেন—বলেছিলেন, তোমাদের কিছু অফিসারদের বিচার করা হচ্ছে, তোমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াও। কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনী সেই উসকানিতে সাড়া দেয়নি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের দেশপ্রেমিক মানুষও এই উসকানির উদ্দেশ্য বুঝতে পেরেছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ রয়েছে, কেবল তাদেরই বিচারের আওতায় আনা হয়েছে। সেনাবাহিনী আইনের শাসনের প্রতি যে দৃঢ় অবস্থান দেখিয়েছে, তা প্রশংসনীয়।”

চিফ প্রসিকিউটর অভিযোগ করেন, আসামিরা এসব উসকানির মাধ্যমে প্রমাণ করেছেন যে, “এত হত্যাকাণ্ডের পরও তাদের মধ্যে সামান্যতম অনুশোচনা নেই।” তিনি বলেন, “অনুশোচনাহীন হত্যাকারীদের বিষয়ে আদালতের কোনো অনুকম্পা থাকা উচিত নয়।”

তাজুল ইসলাম আরও বলেন, “বাংলাদেশে এমন হত্যাযজ্ঞ যেন আর কখনও ফিরে না আসে, এই বিচার সেই জাতীয় নিরাপত্তা ও মানবতার দায় থেকে পরিচালিত হচ্ছে।”

আইনজ্ঞ মহলে এই বক্তব্যকে “অভিযুক্তের রাজনৈতিক উদ্দেশ্য ও রাষ্ট্রবিরোধী উসকানির প্রমাণ” হিসেবে দেখা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে