শনিবার, ১২ মার্চ, ২০১৬, ০৯:২৭:০৭

অবসরের পর রায় লেখা বিচারকদের বিচার দাবি করলেন হাফিজ

অবসরের পর রায় লেখা বিচারকদের বিচার দাবি করলেন হাফিজ

সিলেট : যেসব বিচারক অবসরে গিয়ে রায় লিখেছেন সেইসব বিচারকদের ফৌজদারি আইনে বিচারের দাবি করলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

১২ মার্চ শনিবার দুপুরে সিলেট নগরীর দরগাহ গেইটের পাশে এক হোটেলের কনফারেন্স হলে এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের কর্মিসভায় হাফিজ বলেন, এই সরকারকে ভোটের মাধ্যমে সরানো সম্ভব নয়।  কারণ তারা মানুষকে ভোটকেন্দ্রে যেতে দিচ্ছে না।  ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ও পৌরসভা নির্বাচনেও মানুষকে ভোটকেন্দ্রে যেতে দেয়নি তারা।  এখন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও যেতে দেবে না।  যারা নির্বাচনে দাঁড়িয়েছে তাদের বাড়িতে গিয়েও হত্যা-গুম, অপহরণের হুমকি দেয়া হচ্ছে।

জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মো. ইব্রাহিম বীর প্রতীক, মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম, মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহসভাপতি আবুল হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক আহমদ খান প্রমুখ।

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মো. ইব্রাহিম বলেন, প্রধানমন্ত্রী থেকে শুরু আওয়ামী লীগের কেউই রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করেনি।  কারণ তারা রণাঙ্গনের মুক্তিযোদ্ধা নয়, তারা কলকাতার শরণার্থী মুক্তিযোদ্ধা।

টিপাইমুখ বাঁধ প্রসঙ্গে মেজর (অব.) হাফিজ বলেন, বিএনপি চেয়ারপারসন ভারতকে তিনবার চিঠি দিয়েছেন।  কিন্তু শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের কোনো মন্ত্রী এ বাঁধের বিরুদ্ধে কোনো কথা বলেননি।  মনে হচ্ছে, তারা বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্য বানিয়ে ফেলেছেন।
১২ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে